ভুতের গল্প 1

Wednesday 4 June 2014

বিল্টুর বুদ্ধি

আমাদের পাড়ার বিল্টু তার বুদ্ধির জন্য এবং কিছুটা পাকামির জন্যও পুরো ওয়ার্ল্ড ফেমাস!
কিছুদিন আগে বিল্টুর খুব টাকার দরকার হয়েছিল। কি একটা নতুন আইসক্রিম এসেছে তাই সেটা চাখতে যাবে।
বিল্টু তার মাকে বললঃ "মা মা, তাড়াতাড়ি আমাকে পঞ্চাশ টাকা দাও না, প্লিজ!"
মাঃ "এখন হবে না। আমি দিতে পারবো না।"
বিল্টু, "আচ্ছা মা, তুমি যদি আমাকে পঞ্চাশ টাকাটা দাও, তাহলে তুমি কাল যখন বিউটি পার্লারে গেছিলে তখন বাবা কাজের মাসীকে কি বলেছিল সেটা তোমাকে বলব।"

মার কান সঙ্গে সঙ্গেই খাড়া। তাড়াতাড়ি বিল্টুকে পঞ্চাশ টাকা দিয়ে বললঃ "হ্যাঁ রে, তা পয়সা তো দিলাম। এবার বল, তোর বাবা কাল কি বলেছে।"
বিল্টু টাকাটা পকেটে ঢুকিয়ে দরজার কাছাকাছি গিয়ে বললঃ "বাবা কাজের মাসীকে বলছিলো -গেলো সপ্তাহের মতন শার্টের কলারে যেন দাগ না থাকে। মেশিনে দেওয়ার আগে কলারগুলোকে একটু সাবান লাগিয়ে ভালোকরে ঘসে দিবে, তারপর মেশিনে দিও।"