ভুতের গল্প 1

Wednesday 21 May 2014

মাতালের সর্পভয়

আমাদের পাড়ার পচাদা একজন বিখ্যাত মাতাল।
কয়েকদিন আগে হঠাৎ দেখি রাত এগারোটা নাগাদ পচাদা যথারীতি টলতে টলতে বাড়ি যাচ্ছে। আরো দেখলাম যে তার হাতে একটা কার্ডবোর্ডের বাক্স, আর বাক্সটার মধ্যে অনেকগুলো ফুটো। একটু কৌতুহল হলো।

পচাদাকে জিজ্ঞেস করলাম, "আরে পচাদা, ঐ বাক্সটা নিয়ে কোথায় যাচ্ছো? আর বাক্সের ভেতরেই বা কি আছে?"
পচাদা গম্ভীরভাবে বললো, "জানিস তো যে মদ খাওয়ার পর আমি চারদিকে শুধুই সাপ দেখতে পাই। আর সাপে আমার ভীষণ ভয়। তাই আজকে একটা নেউল নিয়ে এলাম। এটা থাকলে আর সাপের সাহস হবে না কাছাকাছি আসতে।"
আমি, "কি যে বলো পচাদা! আরে ওগুলো কি সত্যিকারের সাপ? সব তো তোমার মনের কল্পনা।"
পচাদা, "হেঃ! নেউলটাই বা কোথাকার সত্যিকারের?"